
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, উপজেলার ০২ নং ধরখার ইউনিয়নের চানঁ পুর,ইদিলপুর গ্রামের কৃষক মোঃ নাছির উদ্দীন হাজারীর বিরুদ্ধে বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের দ্বায়িত্বের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।
আখাউড়া উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত।
সরেজমিনে অনুসন্ধান করতে গিয়ে জানা যায়। মোঃ নাছির উদ্দীন হাজারীর বিরুদ্ধে কৃষকদের সময় মতে পানি না,পাওয়ায় কয়েকশত কানি জমির ক্ষতি হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেন। এই বিষয়ে কৃষকেরা আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর, নাছির উদ্দীন হাজারীর বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ করেন। কৃষকেরা আরো জানান নাছির উদ্দীন হাজারীকে ফসলি মৌসুমের আগেই কৃষকেরা পানির সেচের টাকা পরিশোধ করেন। তারপর ও নাছির উদ্দীন সময় মতো পানি, দেয়না পানি না,পাওয়ার কারণে প্রায় একশত কানি জমি হিলে পরিণত হয়। এখন কৃষকেরা জোরাল ভাবে নাছির উদ্দীন হাজারীর অপসারণ দেখতে চাই। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএডিসির প্রকৌশলীর কাছে নাছির উদ্দীন হাজারী বিরুদ্ধেসাংবাদিকরা কৃষক দের ভোগান্তির বিষয়ে ও নাছির উদ্দীন হাজারীর অনিয়মের বিষয়ে জিজ্ঞেসা করলে উনি বলেন আমার কাছে উনার বিরুদ্ধে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার একটি চিঠি পাঠিয়েছে। আমি, আখাউড়া বিএডিসি সেচ প্রকল্পের সহকারী, প্রকৌশলী কে অবগত করেছি। উনি তদন্ত করে নাছির উদ্দীন হাজারী বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হলে। প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আখাউড়া প্রতিনিধি 












