
ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে-(৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। তবে তিনি পরিবার-পরিজন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকায় বসবাস করেন।
বিল্লাল মিয়ার আশুগঞ্জে একটি মুরগীর খামার আছে। খামারে উৎপাদনের মাধ্যমে তিনি ডিমের ব্যবসা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদও মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে মোঃ বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর থানার গত বছরের ২৮ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলা ও ২৫ অক্টোবর দায়ের করা একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
তারিখঃ-০৬-০৫-২০২৫ ইং

জনমত ডেক্স 












