ঢাকা , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাসব্যাপী মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামীলীগের নয়, হিন্দু সম্প্রদায় এ দেশের জনগণ…ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শ্যামল….. ব্রাহ্মণবাড়িয়ায় নবীন দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ কেজি সরকারি চাল জব্দ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল প্রায় ১২শ’ কেজি ইলিশ…. ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল প্রায় ১২শ’ কেজি ইলিশ…. ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল প্রায় ১২শ’ কেজি ইলিশ…. শিক্ষার মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার ২৫ বিদ্যালয়ে হবে মাল্টিমিডিয়া ক্লাশরুম আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুগঞ্জে চলন্ত অবস্থায় দুই ভাগ মহানগর এক্সপ্রেস ট্রেন
নোটিশ :
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে  jonomottv124@gmail.com, 01648959222

নবীনগরে সারাবছর পানির নিচে থাকে রাস্তা

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় বৃষ্টি কিংবা প্রখর রোদ যাই হোক না কেন, সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে একাধিক রাস্তা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। শিক্ষার্থী ও পথচারীদের হাঁটুসমান ময়লাযুক্ত পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। কখনো পানির নিচে ডুবে থাকা রাস্তার খানাখন্দে পড়ে গিয়ে আবার কখনো গাড়ি উল্টে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ময়লা পানির কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এ ছাড়া চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। নামে প্রথম শ্রেণির পৌরসভা ও পৌরকর বাড়লেও প্রতিষ্ঠার ২৬ বছরেও ড্রেনেজ ব্যবস্থার কাঙ্ক্ষিত সুফল মেলেনি নবীনগর পৌরবাসীর। স্থানীয়দের অভিযোগ, যারাই দায়িত্বে এসেছে ঢিলেডালাভাবে কাজ করেছে। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে একাধিক রাস্তা সারা বছর পানির নিচে তলিয়ে থাকে। এ ছাড়াও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি
হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে পৌরসভায় উন্নীত করা হয়। এরপর ২০০৯ সালে এটিকে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পর ১৫ বছর এ পৌরসভাটি চলছে ক্ষমতাসীন দলের অনুগত কোনো নেতা আবার কখনো সরকারি কর্মকর্তা দিয়ে। পরে ২০১৪ সালে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাকে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজিব চৌধুরীর সঙ্গে। এ সময় তিনি বলেন, পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তার ড্রেন করার জন্য আমরা যথাযথ কতৃ পক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। এখানে ৬৫ থেকে ৭০ লাখ টাকার একটি প্রকল্প আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা এই বরাদ্দ পেলে তাৎক্ষণিকভাবে ড্রেন নির্মাণ করব। তা হলে এই জলাবদ্ধতার নিরসন হবে। ইউএনও আরও বলেন, পশ্চিমপাড়া ফতেহপুর রোডে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দিয়েছি। ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাগবে কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী বাড়ানো হয়েছে এবং নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। আশা করি এই সমস্যা সামনে আর থাকবে না।

সরেজমিন দেখা যায়, ৬৮ হাজার ২১৯ জনসংখ্যার প্রথম শ্রেণির পৌরসভার অন্তর্গত ফতেহপুর রাস্তার বেহাল অবস্থা। স্থানীয়রা জানান, এই রাস্তার একাংশ প্রায় সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে। আর বৃষ্টি হলে ধারণ করে আরও ভয়াবহ রূপ। এ ছাড়াও বিজয়পাড়া, ভোলাচংসহ আরও একাধিক রাস্তা প্রায় সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে।

তলিয়ে থাকা ভাঙাচোরা এমন রাস্তায় যানবাহনসহ শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে গিয়ে বেড়ে যায় ভোগান্তি, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পৌর এলাকায় নিয়মিত ড্রেন খনন না করায় সামান্য বৃষ্টি হলেই সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাসহ আশপাশের রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যায়। নবীনগর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সময়ের আলোকে বলেন, পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তাটি তিন বছরেরও বেশি সময় ধরে পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টির পানি জমে হাজার হাজার মানুষের ব্যস্ততম এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে দ্রুত ড্রেন নির্মাণের দাবিতে কয়েকবার মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এতেও কোনো কাজ হয়নি। আমরা চাই পৌরবাসীর দুর্ভোগ লাগবে দ্রুততম সময়ের মধ্যে এই ড্রেন নির্মাণ করা হোক।

নবীনগর উপজেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মুসা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। ভোলাচং, পশ্চিমপাড়া, বিজয়পাড়া, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকাসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো অল্প বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়াও পশ্চিমপাড়া, বিজয়পাড়া রাস্তা দুটো সারা বছর পানির নিচে থাকে। পানির নিচে তলিয়ে থাকা রাস্তায় বাধ্য হয়ে চলাচল করতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সব বয়সের মানুষ।

নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, বাজার কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মান্নান ভূঁইয়া রেনু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশসহ একাধিক ব্যক্তি বলেন, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর পানিতে ডুবে থাকা খানাখন্দে ভরা রাস্তায় বিপর্যস্ত নবীনগর পৌরসভা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাসব্যাপী মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগরে সারাবছর পানির নিচে থাকে রাস্তা

আপডেট সময় ০১:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় বৃষ্টি কিংবা প্রখর রোদ যাই হোক না কেন, সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে একাধিক রাস্তা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। শিক্ষার্থী ও পথচারীদের হাঁটুসমান ময়লাযুক্ত পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। কখনো পানির নিচে ডুবে থাকা রাস্তার খানাখন্দে পড়ে গিয়ে আবার কখনো গাড়ি উল্টে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ময়লা পানির কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এ ছাড়া চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। নামে প্রথম শ্রেণির পৌরসভা ও পৌরকর বাড়লেও প্রতিষ্ঠার ২৬ বছরেও ড্রেনেজ ব্যবস্থার কাঙ্ক্ষিত সুফল মেলেনি নবীনগর পৌরবাসীর। স্থানীয়দের অভিযোগ, যারাই দায়িত্বে এসেছে ঢিলেডালাভাবে কাজ করেছে। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে একাধিক রাস্তা সারা বছর পানির নিচে তলিয়ে থাকে। এ ছাড়াও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি
হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে পৌরসভায় উন্নীত করা হয়। এরপর ২০০৯ সালে এটিকে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পর ১৫ বছর এ পৌরসভাটি চলছে ক্ষমতাসীন দলের অনুগত কোনো নেতা আবার কখনো সরকারি কর্মকর্তা দিয়ে। পরে ২০১৪ সালে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাকে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজিব চৌধুরীর সঙ্গে। এ সময় তিনি বলেন, পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তার ড্রেন করার জন্য আমরা যথাযথ কতৃ পক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। এখানে ৬৫ থেকে ৭০ লাখ টাকার একটি প্রকল্প আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা এই বরাদ্দ পেলে তাৎক্ষণিকভাবে ড্রেন নির্মাণ করব। তা হলে এই জলাবদ্ধতার নিরসন হবে। ইউএনও আরও বলেন, পশ্চিমপাড়া ফতেহপুর রোডে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দিয়েছি। ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাগবে কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী বাড়ানো হয়েছে এবং নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। আশা করি এই সমস্যা সামনে আর থাকবে না।

সরেজমিন দেখা যায়, ৬৮ হাজার ২১৯ জনসংখ্যার প্রথম শ্রেণির পৌরসভার অন্তর্গত ফতেহপুর রাস্তার বেহাল অবস্থা। স্থানীয়রা জানান, এই রাস্তার একাংশ প্রায় সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে। আর বৃষ্টি হলে ধারণ করে আরও ভয়াবহ রূপ। এ ছাড়াও বিজয়পাড়া, ভোলাচংসহ আরও একাধিক রাস্তা প্রায় সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে।

তলিয়ে থাকা ভাঙাচোরা এমন রাস্তায় যানবাহনসহ শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে গিয়ে বেড়ে যায় ভোগান্তি, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পৌর এলাকায় নিয়মিত ড্রেন খনন না করায় সামান্য বৃষ্টি হলেই সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাসহ আশপাশের রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যায়। নবীনগর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সময়ের আলোকে বলেন, পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তাটি তিন বছরেরও বেশি সময় ধরে পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টির পানি জমে হাজার হাজার মানুষের ব্যস্ততম এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে দ্রুত ড্রেন নির্মাণের দাবিতে কয়েকবার মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এতেও কোনো কাজ হয়নি। আমরা চাই পৌরবাসীর দুর্ভোগ লাগবে দ্রুততম সময়ের মধ্যে এই ড্রেন নির্মাণ করা হোক।

নবীনগর উপজেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মুসা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। ভোলাচং, পশ্চিমপাড়া, বিজয়পাড়া, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকাসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো অল্প বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়াও পশ্চিমপাড়া, বিজয়পাড়া রাস্তা দুটো সারা বছর পানির নিচে থাকে। পানির নিচে তলিয়ে থাকা রাস্তায় বাধ্য হয়ে চলাচল করতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সব বয়সের মানুষ।

নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, বাজার কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মান্নান ভূঁইয়া রেনু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশসহ একাধিক ব্যক্তি বলেন, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর পানিতে ডুবে থাকা খানাখন্দে ভরা রাস্তায় বিপর্যস্ত নবীনগর পৌরসভা।