
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গরিব ও অসহায় রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগে দুই দালালকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—নার্গিস আক্তার ও লক্ষণ সূত্রধর। শনিবার (২২ জুন) সদর হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত লক্ষণ সূত্রধরকে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং নার্গিস আক্তারকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।
লক্ষণ সূত্রধর শহরের মধ্যপাড়া এলাকার নারায়ণ সূত্রধরের ছেলে এবং নার্গিস আক্তার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের তৌহিদ মিয়ার মেয়ে। তিনি রতন নামে এক ব্যক্তির সহযোগী বলেও জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

জনমত ডেক্স 












