ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাধারন শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সানিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইষা রানী পোদ্দার, শাহ আলম পালোয়ান, কাজী রায়হান, তৌফিক, জাহিদ হাসান, হোসেন ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে যে উদ্যোগ নেয়া হয়েছে এর দ্রুত সফল বাস্তবায়ন আমরা চাই। এছাড়া জেলার গুরুত্বের কথা চিন্তা করে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবি জানাই।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে গত ৩ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আধা সরকারিপত্র (ডিও) দেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ অবস্থায় জেলাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।