
আজ ২৭ জুলাই রোজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও চালকদের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ”।
জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান , এই পরিস্থিতি সমাধানে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে হাঁটছেন।
এছাড়া, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স বা সিএনজির কাগজপত্র নবায়ন করার জন্য গেলেও নানা জটিলতা ও দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। সিএনজি রেজিষ্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে ক্রয়করা সিএনজি গুলো রেজিষ্ট্রেশন করা যাচ্ছেনা।
নেতাদের অভিযোগ, এই পরিস্থিতি সমাধানে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে হাঁটছেন।
নেতারা আরও জানান, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইনচার্জ মীর আনোয়ার হোসেন এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,গত ১৭ই জুলাই জেলাপ্রশাসক মহোদয়ের সভাপতিত্বে RTC মিটিং ছিলো,মিটিং এ অন্যান্য পরিবহন ও শ্রমিক নেতাদের সাথে সিএনজি মালিক সমিতি ও শ্রমিক নেতারাও ছিলেন,সভাপতি মহোদয় সিদ্ধান্ত দিয়েছিলেন ডাম্পিং করা সিএনজি গুলোর কাগজপত্র নবায়ন করে অবমুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সাথে সিএনজি নেতা কর্মীরা এ বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছেন বলে জানা যায়। সারা দেশে HSC পরীক্ষা চলমান আছে,এমতাবস্থায় ধর্মঘটে যাওয়াটা কোমলপ্রাণ পরীক্ষার্থীদের সমস্যার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বয়ে আনবে।