
বৃহস্পতিবার সকাল ১১টা ৩ মিনিট
থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার মাঠে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাসব্যাপী মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া। তিনি মাদকের কুফল তুলে ধরে সবাইকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, সহকারী সিভিল সার্জনসহ কারাগারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টা ৪৯ মিনিট পর্যন্ত কারাগারে আগত দর্শনার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মাদকের কুফল, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে প্রেষণামূলক বক্তব্য রাখেন জেল সুপার জনাব ওবায়দুর রহমান। এছাড়া জেলার জনাব কামরুল ইসলাম ও ডেপুটি জেলার শাহনাজ বেগম বক্তব্য প্রদান করেন।
পরে কারাগারের জেল গেইটে মাদক অনুপ্রবেশ প্রতিরোধে সৌজন্যমূলক আলোচনা করেন সহকারী প্রধান কারারক্ষী জনাব জহিরুল হক।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং মাসব্যাপী আলোচনা সভার মাধ্যমে বন্দি, দর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে।