ব্রাহ্মণবাড়িয়া এফ এ টাওয়ারের শৈশব ফ্যাশন কাপড়ের শোরুমে ভ্যাট আদায়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। শৈশব কাপড়ের শোরুমে একজন একজন চিকিৎসক উনার বাচ্চার কাপড় কিনতে গেলে ওই কাপড়ের মূল্য দেওয়া থাকে ইনক্লুডিং ব্যাট সহ ২৬৯৫ টাকা, কিন্তু শোরুমের ম্যানেজার কাপড়ের দামের সাথে ১৫% ভ্যাট এর নামে অতিরিক্ত ৩৭৬ টাকা রাখে । পরে ওই চিকিৎসক শৈশব ফ্যাশন কে চ্যালেঞ্জ করলে তারা বিভিন্ন কুশলে তা এড়িয়ে যাই, পরে ওই চিকিৎসক তাদের দেওয়া মানি রিসিট ও কাপড়ের মূল্য তালিকা স্টিকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ভোত্তা সহকারি পরিচালকের বরাবর অভিযোগ দায়ের করেন। পরে ওই চিকিৎসক সাংবাদিকদের বলেন আমার সাথে এই প্রতারণার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করি। সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি আরো বলেন আমার মনে হয় এভাবে তারা প্রতিনিয়ত ভ্যাট এর নামে প্রতারণা করে আসছে।ভ্যাট ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তা সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।